কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সড়ক দুর্ঘটনায় রিপন (৩৫) ও বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসেন আলী (৬৭) নামের ২ জনে মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট সকালে উপজেলার ধলাগর ব্রীজ সংলগ্ন স্থানে মোটরসাইকেল সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। জানা যায় নিহত রিপনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খয়বারচর গ্রামের মোঃ মাহবুর রহমানের ছেলে। আহত মোঃ হামিদের বাড়ি কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার মনোহরপুর গ্রামের গোলাপ মিয়া ছেলে । কাপাসিয়া থানার এস আই মিনহাজ উদ্দিন জানান ঢাকা টু কিশোরগঞ্জ সড়কে ধলাগর নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী ১ নিহত ও অপর একজন আহত হয়। অপর দিক উপজেলার দিগধা গ্রামের মৃত ইয়াসিনের ছেলে কৃষক হাসেন আলী নিজের মাছের খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। নিহতে ছেলে সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।