নিজস্ব প্রতিনিধি:
বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছুরিঘাতে গৃহবধুসহ মোট ৩ জন আহত হয়েছে।
সোমবার ( ১১ আগষ্ট) দিবাগত রাতে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় "রানা স্টোর" এর সামনে এঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন,১। মোঃ আরাফাত (২২), পিতা মোঃ ইব্রাহীম, সাং সেউজগাড়ী, ২। মোঃ রিয়াদ (১৬),পিতা মৃত রানা পাইকার, ৩। মোছাঃ রিতা বেগম (৩৫) পিতা মৃত রানা পাইকার, উভয়ের সাং- মালগ্রাম, সর্ব থানা ও জেলা বগুড়া।
প্রাথমিকভাবে জানা যায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আরাফাত ও রিয়াদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিঘাতে একে অপরে আহত হয় পরে বিষয় টি জানার পরর রিয়াদের মা মোছাঃ রিতা বেগম এগিয়ে গেলে তাকেও ছুরিঘাতে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের আত্তিয় স্বজন তাদের আহত অবস্থায় উদ্দার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অস্ত্রের মহড়া থামছেনা। আইনশৃঙ্খলা বাহিনীর সু- দৃষ্টি কামনা করেছেন জনগণ।