কনা আক্তার
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে।নিহত যুবকের নাম মোঃ অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে।পুলিশ জানায়, সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকা ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে।পরে এলাকাবাসীর সামনে ব্যাগটি খুলে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করে।পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে।
ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।