জনসচেতনতা বৃদ্বির লক্ষে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে কড়িহাতা,রায়েদ, টোক, বাষিয়াব, সিংহশ্রী, সনমানিয়া, তরগাঁও, ঘাগুটিয়া, কাপাসিয়া,চাঁদপুর, দুর্গাপুর সহ ১১ ইউনিয়ন পরিষদের সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে উপজেলার সকল বিট একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়লের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কড়িহাতা ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং ইনচার্জ এস আই মোঃ মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । অপরদিকে তরগাঁও ইউনিয়ন পরিষদ বিট পুলিশিং উদ্যোগে স্থানীয় লতাপাতা বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আশিকুল ইমান সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিট পুলিশিং ইনচার্জ এস আই আমিনুল বাহার এ এস আই লেয়াকত,যুবলীগ নেতা জাকির হোসেন, ফকরুল আলম সিকদার,তুহিন সিকদার, তোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে জনসচেতন করেন। প্রতিটি সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।