গাজীপুরের টঙ্গীর এসএস স্টিল মিলসে আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার ভোরে মিলগেট এলাকারn কারখানায় লোহা পোড়ানোর সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোজাম্মেল (২২), দুলাল (২৫), নিলয় (২৫), রিপন (৩০) ও আজহার (২৬)।
তাদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনার পরও উৎপাদন চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।